

দমদমে ভুঁশ...,দক্ষিণ দমদমে ডুবু ডুবু, মহেশতলা ফস্কে গেল- পৌরভোটে কার্যত গোটা দক্ষিণবঙ্গেই নিশ্চিহ্ন সিপিএম তথা বামফ্রণ্ট। পশ্চিম দিনাজপুরের গঙ্গারামপুরই তাদের এখন একমাত্র সান্ত্বনা।
এই যা! এটাও নিভে গেল। বিধানসভা ভোটের পূর্বে বামফ্রণ্টের মাটি আঁকড়ে ধরার শেষ আশাটুকুও দপ্ করে নিভে গেল। সৌজন্যে কি কং-তৃণমূল জোট?
‘লাল দুর্গ’ বলে পরিচিত বেশীর ভাগ পুরসভাতেই তারা ধাক্কা খেয়েছে৷ সেই পুরসভাগুলি ছিনিয়ে নিয়েছে তৃণমূল-কংগ্রেস জোট। বেশীর ভাগ পুরসভাতেই বিরোধী জোট ব্যাপক টক্কর দিয়েছে শাসক জোটকে। খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ দমদম হাতছাড়া হয়েছে বামফ্রন্টের। সেখান থেকে মাত্র ৮ টি আসন পেয়েছেন বামেরা। উল্টো দিকে তৃণমূল-কংগ্রেস জোট কিন্তু ২০ টি আসন পেয়েছে৷
ইসমাইলপুরেও বাড়বাড়ন্ত বিরোধী জোটের। সেখানেও ১৭ টি আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল-কংগ্রেস জোট। আর বামেরা পেয়েছে ৩টি আসন৷ এখনও কয়েক জায়গার ফলাফল ঘোষিত হওয়া বাকি রয়েছে। জয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আনন্দে মেতেছে তৃণমূল-কং সমর্থকেরা।
No comments:
Post a Comment