

ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়েনার’ ইতিমধ্যেই জিতে নিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র সন্মান-অস্কার। আর হলিউডের বহু নির্দেশকদের কাছে মুম্বাই হয়ে উঠেছে আরও আকর্ষনীয়।
বয়েলের পর এবার মুম্বাই এর প্রেক্ষাপটে ছবি করতে চান হলিউডের সুপার নির্দেশক-লেখক পল স্কার্ডার। সম্প্রতি আমেরিকার এই নির্দেশকের ' অ্যাডাম রিসারেক্টেড’ ছবিটি ব্যাপক সাফল্য লাভ করেছে।
পল তাঁর এই উদ্দেশ্য সাধনের জন্য জুলাই মাসের প্রথম সপ্তাহেই ভারতে পাড়ি দিয়েছিলেন৷ বলিউডের নির্মাতা-নির্দেশক অনুভব সিনহার সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন৷ অনুভব সিনহার সহকারীকে নিয়ে তিনি ধারাবাহিক ভাবে বস্তি পরিদর্শন করেছেন৷ 'এক্সট্রিম সিটি 'নামে এই ছবিতে পল মুম্বাই এর আন্ডার ওয়ার্ল্ডের চিত্রটাই বিশ্বের দর্শকদের কাছে তুলে ধরতে চান৷ মাফিয়া রাজটা অসলে কি? কি ভাবে এর সূত্রপাত এই সব কিছুই তিনি সিনেমায় ফুটিয়ে তুলবেন৷ বর্তমানে তিনি এই ছবির চিত্রনাট্য লিখছেন৷ মূলত ইংরেজী ভাষাতেই নির্মিত হবে ছবিটি৷ পলের এই ছবিটি প্রযোজনা করবেন অনুভব সিনহা।
No comments:
Post a Comment