Monday, July 13, 2009

জন্ম নিয়ন্ত্রণ করতে গুলাম দাওয়াই......




মুসকিল আসান!রাত জেগে টিভি দেখুন আর নিজেরাই জন্ম নিয়ন্ত্রন করুন।অযথা কেন সরকারকে বিব্রত করা।ভারতবাসীকে এমনই পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী গুলাম নবি আজাদ।
গত শনিবার এক সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, “যদি প্রতিটি গ্রামে বিদ্যুৎ থাকে তাহলে সবাই রাতে টিভি দেখবে আর তারপরেই একটা লম্বা ঘুম দেবে।সময় থাকবেনা সন্তান উৎপাদনের।” শুধু তাই নয় ৩০ বছরের পরে বিয়ে করলে পুরস্কৃত করা হবে ঐ দম্পতিকে।
কিন্তু তার এই পরামর্শ কে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেরই মনে প্রশ্ন জেগেছে নিছক কৌতুক করার জন্যই কি তার এই পরামর্শ। বিগত ৬০ বছরে ভারতের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছতে পারেনি। আজ তিনি বললেন আর বিদ্যুৎ পৌঁছে গেল-কি ভাবছেন মন্ত্রী মশাই!
মুসলমান সমাজে জনসংখ্যা বাড়ানোর জন্য তৎপর মৌলবীদেরই বা কি করে ঠেকাবেন তিনি? উল্লেখ্য ২০০১ সালের জনগণনায় দেখা গিয়েছিল যে ১৯৬১ সাল থেকে ২০০১ সালের মাঝে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে ১৯৩ শতাংশ হারে যেখানে হিন্দুদের সংখ্যা বেড়েছে মাত্র ১২৬ শতাংশ হারে।সে নিয়ে তো বিশেষ চিন্তিত দেখালোনা আজাদ সাব কে।
তবে ভারতে এই বিপুল হারে জনসংখ্যা বাড়ার ফলে যে কিছু মানুষ ধণী আর কিছু গরীবই থেকে যাচ্ছে সেটি নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত। কিন্তু এ ব্যাপারে তার পরামর্শ সুচিন্তিত মস্তিষ্কের মনে হল কি?

No comments:

Post a Comment