Thursday, July 2, 2009

রণদেব বসু ইস্টবেঙ্গল ক্রিকেট টিমের অধিনায়ক এবং প্রাক্তন রনজি ক্রিকেটার পলাশ নন্দী মোহনবাগানের কোচ হিসাবে নিযুক্ত হলেন……



বাংলার ক্লাব ক্রিকেটে দলবদলের পালা শুরু। নেতৃত্বের প্রতিশ্রুতিতে স্পোটিং ছেড়ে আগামী মরসুমের জন্য ইস্টবেঙ্গল এলেন রণদেব বসু।
কি বলছেন রণদেব----“ইস্টবেঙ্গলের প্রস্তাব সবচেয়ে ভালো ছিল। যথেষ্ট সন্মানও আমাকে দেওয়া হয়েছে। তাই এখানে খেলার সিদ্ধান্ত নিলাম। তবে স্পোর্টিংয়ের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই”।
তার দাবী-----অধিনায়ক হওয়ার পরই তিনি দলে চাইছেন দীপ দাশগুপ্তকে। এছাড়াও, আই সি এল ফেরৎ ক্রিকেটার অভিষেক ঝুনঝুনওয়ালাও রয়েছেন তার পছন্দের তালিকায়।
আর পনেরো বছর পর আবার আসন্ন ক্রিকেট মরসুমের জন্যে মোহনবাগানের প্রশিক্ষকপদে নিযুক্ত হলেন বাংলার হয়ে রনজি খেলা পলাশ নন্দী। বাংলার প্রাক্তন কোচ পলাশ একমাত্র মোহনবাগান ছাড়া আর কোনও ক্লাবে কোচিং করাননি।
কি বলছেন পলাশ----‘পুরনো ক্লাব নতুন চ্যালেঞ্জ। টিমলিস্ট দেখেছি। দল বেশ ভালো।’

No comments:

Post a Comment