

রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দুই দেশের মধ্যে বন্ধ রেলপথ ফের চালু করতে চাইছেন তিনি।বাংলাদেশে শিল্পায়নের প্রক্রিয়াকে দ্রুততর করতেই তার এই উদ্যোগ।
উল্লেখ্য ১৯৯৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন কোলকাতা ও খুলনাকে রেলসংযোগ সূত্রে বেঁধেছিলেন তিনি। কিন্তু পরবর্তিকালে তা বন্ধ হয়ে যায়।সেই রেল যোগাযোগকে ফিরিয়ে আনতেই মমতার দ্বারস্থ তিনি।
ইতিমধ্যেই তিনি মমতাকে এ-বিষয়ে লিখেছেন এবং তাতে সাড়াও মিলেছে।ভারতীয় বণিকসভা ‘ফিকি’-র এক প্রতিনিধিদলের সাথে গতকাল ঢাকায় বৈঠকও করেন তিনি।সেখানেও বন্ধ রেলপথ চালু করার প্রস্তাব দেন তিনি।
হাসিনা চাইছেন, ভারত থেকেই শিল্পোদ্যোগীরা এসে বিনিয়োগ করুন সেদেশে। সে কারণেই সড়ক সংযোগের পাশাপাশি রেল যোগাযোগকেও প্রতিষ্ঠা করতে চাইছেন তিনি। মূলত পণ্যবাহী রেল চালানোর লক্ষ্য নিয়েই কোলকাতা ও খুলনার মধ্যে লাইন চালু করেছিলেন মমতা।শিল্পায়নের জন্য যা এখন অপরিহার্য হয়ে উঠেছে হাসিনার কাছে।
No comments:
Post a Comment