Tuesday, July 14, 2009

জামাত-উদ-দাউ নেতা হাফিজ সৈইদের প্রসঙ্গে.....




জামাত-উদ-দাউ নেতা হাফিজ সৈইদ'কে আটক করার ব্যাপারে নতুন করে আবেদন জানাবেনা পাঞ্জাব সরকার। এই সেই সৈইদ, যাকে এখনও অব্দি সবাই চেনে মুম্বাই জঙ্গী হামলার অন্যতম মাস্টারমাইন্ড হিসাবে। নির্দিষ্ট প্রমানের অভাবেই তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা।
দিল্লি এখন পর্যন্ত এই ব্যাপারে সরকারী প্রতিক্রিয়া জানায় নি৷ তবে দিল্লি যে সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তানের পদক্ষেপে খুশি নয় তা জানিয়ে দিয়েছেন৷ প্রসঙ্গত দুই দিন আগে সৈইদ'কে আটক করার ব্যাপারে পাক সুপ্রীম কোর্ট এক রায় দিয়েছে৷ সেই রায়ে বলা হয়েছে সৈইদের বিরুদ্ধে পাক আদালতে এমন কোন নির্দিষ্ট তথ্য জমা পড়ে নি যার উপরে ভিত্তি করে সৈইদ'কে আটক করা সম্ভব৷ এদিকে পাঞ্জাব সরকার জানিয়েছে পাক সরকারের কাছে সৈইদ সমন্ধে তথ্য থাকলে তা তাদের জানা নেই৷ স্বাভাবিক ভাবে তাকে আটক করার আবেদন জানানোর কোন মানে নেই৷
বর্তমানে ফ্রান্স সফরে ব্যস্ত প্রধানমন্ত্রী সেখানে থেকে সরাসরি ইজিপ্টে ন্যাম সামিটে যোগ দিতে যাবেন৷ সেখানে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে একান্ত বৈঠক হওয়ার কথা পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি'র৷ তার আগেই ভারত ও পাক বিদেশ সচিব পর্যাযে আলোচনা হবে৷ সেই আলোচনায় সন্ত্রাসবাদ ও দ্বি-পাক্ষিক সম্পর্ক যে প্রধান আলোচ্য বিষয় হবে তা কিন্তু পরিস্কার হয়ে গিয়েছে৷ আলোচনায় সন্ত্রাসবাদ নিয়ে পাক মনোভাবে সমালোচনা করতে পারেন প্রধানমন্ত্রী৷

No comments:

Post a Comment