Wednesday, July 1, 2009

টেস্ট ক্রিকেট হতে পারে চার দিনের......



ক্রিকেটের ‘মিনিপ্যাক’ টি-টোয়েন্টি যে ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তায় থাবা বসাতে শুরু করেছে, এটা বুঝে গেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কর্তাব্যক্তিরা। তাই টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ফেরাতে উদ্যোগ নিয়েছেন তারা। সবকিছু ঠিকঠাক থাকলে টেস্ট ক্রিকেট ফিরে যেতে পারে তার পুরণো দিনে। পাঁচদিনের পরিবর্তে আবার চারদিনের টেস্টম্যাচ। উল্লেখ্য,কিছুদিন পূর্বে পরীক্ষামূলক ভাবে দিন-রাতের টেস্ট ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে আই সি সি।
সম্প্রতি এক ভারতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আই সি সি প্রধাণ ডেভিড মরগ্যান জানিয়েছেন যে, খুব দ্রুত পরিবর্তন ঘটতে চলেছে টেস্ট ক্রিকেটে। কয়েক দিন আগে লন্ডনে আই সি সির সাধারণসভায় সনাতন এই ক্রিকেটকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। পরীক্ষামূলক ভাবে দিনে রাতে টেস্ট ম্যাচ করার পাশাপাশি একে দুটি স্তরে ভাঙ্গার কথাও ভেবে দেখছেন বিশ্ব ক্রিকেটের শীর্ষকর্তারা।
অখুশি ভারতীয় ক্রিকেটমহল-
আই সি সিকে এই নিয়ে প্রথমেই সমালোচনার মুখে পড়তে হল। সমালোচক ভারতীয় ক্রিকেট মহল। প্রাক্তন কোচ ও ভারতের হয়ে খেলা অংশুমান গায়কোয়াড়-এর মতে এই পরির্বতনের কোন প্রয়োজন নেই।
আর এক প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা বলেন যে, চারদিনের টেস্ট ম্যাচ হাস্যকর। এটা মেনে নেওয়া যায়না। তবে তিনি দিন-রাতের টেস্টকে স্বাগত জানিয়েছেন।

No comments:

Post a Comment