Wednesday, July 22, 2009

মহামেডানের হয়ে সৌরভ......




সি এ বির সাধারন সভায় সৌরভ। সৌজন্যে মহামেডান স্পোর্টিং ক্লাব। ময়দানের লোক নন এমন অনেকেই এ খবর পড়ে বিভ্রান্তিতে ভুগছেন, ব্যাপারটা কি? ভূ-কৈলাসের হয়ে কার্যকরী সমিতির সভায় সৌরভের আসার খবরটা কি তাহলে ভুল? দুটোই ঠিক।বিতর্ক এড়াতে মাত্র দুটোই কথা ‘টেকনিক্যাল কারণ’।সেপেটম্বরে বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভায় যাওয়ার পথ তৈরির জন্য ভূকৈলাসের দ্বারস্থ হওয়া।
কার্যকরী সমিতির সভায় সভাপতিকে যিনি প্রতিটি সভায় আক্রমণাত্মক মন্তব্য করে কোণঠাসা করে রাখেন সেই কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আহমেদ বার্ষিক সাধারণ সভায় সৌরভকে পাঠাচ্ছেন তাদের ক্লাবের প্রতিনিধি হিসাবে। তিনি বলেন “ওকে দরকার, তাই সুযোগ দিচ্ছি”।
কিন্তু সৌরভকে সুযোগ দিয়ে মমতা ব্যানার্জীর বিরাগভাজন হচ্ছেন না তো তিনি?তার উত্তরে তিনি বলেন যে রাজনীতির সঙ্গে তিনি বা মমতা দেবী কেউই খেলাধুলা কে গুলিয়ে ফেলেন না।
ক্রিকেটের প্রশাসক পদের দিকে যে সৌরভের লক্ষ্য স্থির তা বোঝাই যাচ্ছে।

No comments:

Post a Comment