

আয়েলা দুর্গতদের জন্য বরাদ্দ করা হল ১,০০০ কোটি টাকা।কিন্তু সন্তুষ্ট হলনা পশ্চিমবঙ্গ সরকার।
এই নিয়ে একমত এ রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।আয়েলা দুর্গত এলাকার জন্য কেন্দ্রীয় সরকারের এই বরাদ্দকে স্বাগত জানালেও বরাদ্দ এই টাকা যথেষ্ট নয় বলে জানিয়েছেন তারা।
এই নিয়ে এরাজ্যের কি মতামত----
কান্তি গাঙ্গুলি(সুন্দরবন উন্নয়ন মন্ত্রী)---“শুধুমাত্র বাঁধ নির্মাণ করতেই এই টাকা খরচ হয়ে যাবে।কিন্তু পুনর্নিমানের কাজ সম্পুর্ণ করতে আরও বেশী টাকার প্রয়োজন।তবে বরাদ্দ এই টাকা তাড়াতাড়ি হাতে না এলে এর সদ্ব্যবহার করা সম্ভব হবেনা।”
মোর্তাজা হোসেন(ত্রাণ মন্ত্রী)---“আমরা ত্রাণের কাজের জন্য যে টাকা চেয়েছিলাম তা পাওয়ায় আমরা খুশী।”
তুষার কাঞ্জিলাল(টেগোর সোসাইটি)---“এই ১০০০ কোটি টাকা যদি প্রাথমিক ত্রাণের কাজে খরচ করা হয় তবে ঠিক আছে।কিন্তু দীর্ঘস্থায়ী কোন সমাধান এই টাকায় সম্ভব নয়।”এছাড়াও তিনি দাবি করেন যে কেন্দ্রীয় সরকারকে সুন্দরবন এলাকার জন্য পুরো পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
এই নিয়ে একমত এ রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।আয়েলা দুর্গত এলাকার জন্য কেন্দ্রীয় সরকারের এই বরাদ্দকে স্বাগত জানালেও বরাদ্দ এই টাকা যথেষ্ট নয় বলে জানিয়েছেন তারা।
এই নিয়ে এরাজ্যের কি মতামত----
কান্তি গাঙ্গুলি(সুন্দরবন উন্নয়ন মন্ত্রী)---“শুধুমাত্র বাঁধ নির্মাণ করতেই এই টাকা খরচ হয়ে যাবে।কিন্তু পুনর্নিমানের কাজ সম্পুর্ণ করতে আরও বেশী টাকার প্রয়োজন।তবে বরাদ্দ এই টাকা তাড়াতাড়ি হাতে না এলে এর সদ্ব্যবহার করা সম্ভব হবেনা।”
মোর্তাজা হোসেন(ত্রাণ মন্ত্রী)---“আমরা ত্রাণের কাজের জন্য যে টাকা চেয়েছিলাম তা পাওয়ায় আমরা খুশী।”
তুষার কাঞ্জিলাল(টেগোর সোসাইটি)---“এই ১০০০ কোটি টাকা যদি প্রাথমিক ত্রাণের কাজে খরচ করা হয় তবে ঠিক আছে।কিন্তু দীর্ঘস্থায়ী কোন সমাধান এই টাকায় সম্ভব নয়।”এছাড়াও তিনি দাবি করেন যে কেন্দ্রীয় সরকারকে সুন্দরবন এলাকার জন্য পুরো পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
No comments:
Post a Comment