Saturday, July 4, 2009

ক্রয়ক্ষমতা বেড়েছে কোলকাতাবাসীর......




কে বলেছে কোলকাতা পিছিয়ে। ক্রয়ক্ষমতার হারে এই কোলকাতাই টক্কর দিচ্ছে দেশের বাকি মহানগর গুলিকে। সম্প্রতি আই এস আই এর এক সমীক্ষায় তা জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গ অনাহার ও অপুষ্টির দিক দিয়ে শীর্ষস্থানে থাকলেও কোলকাতা কিন্তু ধনী হয়েই চলেছে।
ঠিক কি প্রকাশিত হয়েছে আই এস আই এর সমীক্ষায়? ---কোলকাতার অধিবাসীদের মাথাপিছু ক্রয়ক্ষমতা বর্তমানে গড়ে ১,৮২২ টাকা। অনেক পিছনে রয়েছে দিল্লী, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর।
এর কারণ কি?---আই এস আই এর মতে, কোলকাতার কম জনসংখ্যা এবং কম দারিদ্র্যের হারই ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণ।
কি বলছেন আই এস আই এর বিজ্ঞানীরা?--- ইকনমিক রিসার্চ ইউনিটের বুদ্ধদেব ঘোষ জানালেন যে এই সমীক্ষা হয়েছে কোলকাতার পৌর এলাকা নিয়ে। এই এলাকার জনসংখ্যার পরিমাণ ৪.১ মিলিয়ন এবং দারিদ্র্যের হার খুবই কম-মাত্র ২.২৮ শতাংশ। তিনি এও বলেন যে, যদি বৃহত্তর কোলকাতাকেও ধরা হয় তবুও এই পরিসংখ্যানে খুব একটা হেরফের হবেনা।
শিল্পদ্যোগীদের কি মতামত?---
সঞ্জীব গোয়েঙ্কা(ভাইস চেয়ারম্যান, আর পি জি এন্টারপ্রাইস)---“ কোলকাতার মানুষদের খরচ করার ইচ্ছেটা রয়েছে। আমাদের কোলকাতার স্টোরগুলিতেই বিক্রীর পরিমাণ সবচেয়ে বেশী।”
বেনুগোপাল ধুত(চেয়ারম্যান, ভিডিয়কন ইন্ডাস্ট্রীজ লিমিটেড)---“টেলিভিশনের মত দ্রব্যগুলির চাহিদা এখানে অনেক বেশী।”
চরচিত মিশ্র(ম্যানেজিং ডিরেক্টর, ও এস এল প্রেস্টিজ)---“গতবছর আমাদের আশা ছিল যে অন্তত বি এম ডব্লু এর ৫০ টি গাড়ি বিক্রী করতে পারব। কিন্তু মে থেকে ডিসেম্বরের মধ্যেই বিক্রী হয়েছে ৭০টি। যা আশাতীত।”
সত্যিই এই পরিসংখ্যান আনন্দের। কিন্তু দুঃখ বাংলার সঙ্গ ছড়েনি। এখনও বাংলার ৫০০০ টি গ্রামের মানুষ দুবেলা দুমুঠো খেতে পায়না। বিপরীতে ক্রয়ক্ষমতা বেড়েই চলেছে কোলকাতাবাসীর।

No comments:

Post a Comment