Wednesday, July 29, 2009

চন্দ্রায়ন-১ এর ক্যামেরায় ধরা পড়ল চাঁদের ছায়ার স্পষ্ট ছবি......




গত ২২শে জুলাই সূর্যগ্রহণের সময় পৃথিবীপৃষ্ঠে চাঁদের ছায়ার দৃশ্য চন্দ্রায়ন-১ এর ক্যামেরায় ধরা রয়েছে বলে দাবী জানিয়েছেন ইন্ডিয়ান স্পেস এজেন্সির অধিকর্তারা।এর জন্য ব্যবহার করা হয়েছে টেরেইন ম্যাপিং নামক এক বিশেষ ধরনের ক্যামেরা।
পৃথিবীপৃষ্ঠের উপর চাঁদের ছায়ার গতিবিধি এর মাধ্যমে তাদের নজরে এসেছে। উত্তর পূর্ব চায়না থেকে অষ্ট্রেলিয়ার উত্তর অংশে চাঁদের ছায়া কিভাবে ছড়িয়ে পড়েছে তাও ক্যামেরা বন্দী হয়েছে বলে জানিয়েছেন ইসরোর প্রধান এস সতীশ।
গ্রহণের ছবিগুলি ঠিকমতো পাঠানোয় ইসরোর বিজ্ঞানীরা নিশ্চিত হতে পেরেছে যে চন্দ্রায়ন প্রকল্প ঠিক ভাবেই কাজ করে চলেছে।কিছুদিন পূর্বে এই প্রকল্পে সমস্যা দেখা দিলেও পৃথিবীর উপর চাঁদের ছবি ঠিকমতো তোলায় এর অধিকর্তারা কিছুটা হলেও নিশ্চিন্ত। উল্লেখ্য ইসরোর বিজ্ঞানীরা অ্যান্টেনা পয়েন্টিং মেকানিসমের দ্বারা এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিল।

No comments:

Post a Comment