Thursday, July 23, 2009

শ্রমিক শোষনের নতুন দৃষ্টান্ত চীন......




চাহিদা বাড়ছে-তাই বাড়াতে হবে উৎপাদন। উৎপাদন বাড়াতেই কাজের চাপ বাড়ছে শ্রমিকদের-আর ফলাফল আত্মহত্যা। এরকম ঘটনার পরিমাণ দিন দিন বেড়ে চলেছে চায়নায়।
কয়েকদিন পূর্বে অ্যাপেল কোম্পানিতে কর্মরত এক চীনা শ্রমিকের মৃত্যুর পরই এই রহস্য উদ্ঘাটিত হয়। সান নামক অ্যাপেলের এই কর্মী ১৬ আইফোন প্রোটোটাইপের দায়িত্বে ছিলেন। সেখানে এক কর্মী কিছুদিনের জন্য নিখোঁজ হয়ে গেলে চাপ বারে তার উপর।মারধোর থেকে শুরু করে তাকে এক ঘরে করে দেওয়া কিছুই বাকি রাখেননি কোম্পানীর মালিকেরা।
সেখানে ব্যক্তিস্বার্থের কোন মূল্য নেই। জীবনের থেকে মানুষের ব্যবহার্য্য জিনিসগুলি বেশী দামী হয়ে উঠেছে সেখানে।
উল্লেক্ষ্য এদেশের তথাকথিত কমিউনিস্ট শাসিত পশ্চিমবঙ্গে কোম্পানীগুলি প্রভিডেন্ট ফান্ডে ঠিকমতো টাকা জমা দেয় না। এমনকি বেশীরভাগ সময়ে শ্রমিকরাও প্রভিডেন্ট ফান্ডের টাকা পায়না। এই নিয়ে লোকসভায় বারবার সরব হয়েছেন বামেদেরই এক সাংসদ গুরুদাস দাশগুপ্ত। কিন্তু নীরব সরকার।এবারই প্রথম নয় এর পূর্বেও ফক্সকন কোম্পানীর বিরুদ্ধে শ্রমিক শোষনের অভিযোগ উঠেছিল। কিন্তু তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তা চেপে যায়। অর্থাৎ পরোক্ষভাবে কোম্পানীগুলির এই অনৈতিক কাজকেই আশকারা দিয়ে যাচ্ছে চীনের কমিউনিস্ট সরকার।

No comments:

Post a Comment