

২৬/১১ এর জঙ্গী হানার পর ভারত নানাভাবে কোণঠাসা করেছিল পাকিস্থানকে। তারপরে পাকিস্থান বাধ্য হয়েছিল জঙ্গী সংগঠনগুলি নিয়ে নানা তথ্য ভারতের হাতে তুলে দিতে।
এবার ন্যাম সামিটে পাকিস্থানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ভারতের প্রধানমন্ত্রীর হাতে এক ফাইল তুলে দিয়েছেন বলে দাবী করেছেন পাকিস্থান সংবাদমাধ্যম। কিন্তু ভারত সরকারের তরফে এটিকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
কিন্তু ডন পত্রিকার বাকির সজ্জদ জানান যে ইউসুফ রাজা গিলানি বালুচিস্থানের ঘটনা এবং পাকিস্থানে নানা জঙ্গী কার্যকলাপের সাথে ভারত যে জড়িত তার প্রমাণসহ নানা তথ্যাদি ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।পাক বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে যে এই তথ্যগুলি সম্পর্কে পাক সরকার ভারতকে অবহিত করেছে।
এর মাধ্যমে পাক সরকার নানা অভিযোগ তুলেছে ভারতের বিরুদ্ধে।
অভিযোগ নম্বর ১--- শ্রীলঙ্কার ক্রিকেট দলের উপর আক্রমন থেকে শুরু করে মানাবান পুলিশ অ্যাকাডেমী তে বোমা বিস্ফোরনের পেছনে ভারতের হাত ছিল। অভিযোগ ২--- ভারতীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহারও হয়েছিল এই আক্রমণগুলিতে।
অভিযোগ ৩---বালুচিস্থানের ঘটনার পেছনেও ভারতের হাত।
অভিযোগ ৪---কান্দাহারে জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্র চালায় ভারত।
ভারতের উপর পালটা রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে পাকিস্থান তা বলাইবাহুল্য।
No comments:
Post a Comment