
* বিপিএল পরিবারের জন্য ২৫ টাকার মাসিক টিকিটের ব্যবস্থা--- নজর সেই মা-মাটি-মানুষের দিকে।
* মহিলাদের সুরক্ষা মজবুত করতে মহিলা আরপিএফ -এর সুবিধা এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা---নারী বিল নিয়ে হই-চই এর পর আবার নারীদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে মন দিলেন মমতাদেবী।
* মাদ্রাসা ছাত্রদের জন্য বিশেষ ছাড়---আবার সেই সংখ্যালঘুদের কাছে টানবার নীতি। কিন্তু পশ্চিমবঙ্গের এত টোল বন্ধ হয়ে গেছে সেদিকে নজর দেবেন কি রেলমন্ত্রী!
* দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের কলকাতা মেট্রোতে ৬০% ছাড় এছাড়াও দূরপাল্লার ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা--- লক্ষ্য কি তরুনদের কাছে টানা!
* ১৩০ টি স্টেশনে ইন্টিগ্রেড সিকিউরিটি সিস্টেম---মুম্বাই হামলার পর সুরক্ষা বাড়ানোর ধারা অব্যাহত।
* ৫০টি বৃহত্তম স্টেশন বিশ্ব মানের করা হবে--- দীঘা কে গোয়া আর উত্তরবঙ্গ কে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখাবার পর রেলের ক্ষেত্রেও একই ধারা অব্যাহত।
* স্টেশনের ওয়েটিং রুম, বাথ রুম উন্নত করা হবে---যাত্রীদের সুবিধার দিকে বিশেষ নজর।
* ট্রেনের মধ্যে গ্রীন টয়লেটের ব্যবস্থা--- পরিবেশের দোহাই দিয়ে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় শিল্প স্থাপনের বিরোধীতা যে শুধু বিরোধীতার জন্য নয় তা প্রমাণ করলেন রেলমন্ত্রী।
* মহিলাদের সুরক্ষা মজবুত করতে মহিলা আরপিএফ -এর সুবিধা এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা---নারী বিল নিয়ে হই-চই এর পর আবার নারীদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে মন দিলেন মমতাদেবী।
* মাদ্রাসা ছাত্রদের জন্য বিশেষ ছাড়---আবার সেই সংখ্যালঘুদের কাছে টানবার নীতি। কিন্তু পশ্চিমবঙ্গের এত টোল বন্ধ হয়ে গেছে সেদিকে নজর দেবেন কি রেলমন্ত্রী!
* দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের কলকাতা মেট্রোতে ৬০% ছাড় এছাড়াও দূরপাল্লার ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা--- লক্ষ্য কি তরুনদের কাছে টানা!
* ১৩০ টি স্টেশনে ইন্টিগ্রেড সিকিউরিটি সিস্টেম---মুম্বাই হামলার পর সুরক্ষা বাড়ানোর ধারা অব্যাহত।
* ৫০টি বৃহত্তম স্টেশন বিশ্ব মানের করা হবে--- দীঘা কে গোয়া আর উত্তরবঙ্গ কে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখাবার পর রেলের ক্ষেত্রেও একই ধারা অব্যাহত।
* স্টেশনের ওয়েটিং রুম, বাথ রুম উন্নত করা হবে---যাত্রীদের সুবিধার দিকে বিশেষ নজর।
* ট্রেনের মধ্যে গ্রীন টয়লেটের ব্যবস্থা--- পরিবেশের দোহাই দিয়ে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় শিল্প স্থাপনের বিরোধীতা যে শুধু বিরোধীতার জন্য নয় তা প্রমাণ করলেন রেলমন্ত্রী।
* কৃষকদের জন্য স্টেশনের পাশে কোল্ড স্টোরেজের ব্যবস্থা---জমি অধিগ্রহনের বিরুদ্ধে আন্দোলনে তাদের পাশে থাকা তৃণমূল নেত্রী প্রমাণ করলেন, তিনি তাদের পাশেই আছেন।
* পোস্ট অফিসে রেলের ই-টিকিট পাওয়া যাবে---পোস্ট অফিস হয়তো আবার ঐতিহ্য ফিরে পাবে।
* ৫০ টি মোবাইল ভ্যানের মাধ্যমে টিকিট বিক্রির সুবিধা--- বেকার সমস্যা সমাধানের পথে আরও একধাপ। আবার সেই সাধারণ মানুষের পাশে। *৬৬৫০রেল কর্মীদের জন্য নতুন আস্থানার ব্যবস্থা---কর্মীদের মন রাখতে যথেষ্ট সক্রিয়।
* ৫০ টি মোবাইল ভ্যানের মাধ্যমে টিকিট বিক্রির সুবিধা--- বেকার সমস্যা সমাধানের পথে আরও একধাপ। আবার সেই সাধারণ মানুষের পাশে। *৬৬৫০রেল কর্মীদের জন্য নতুন আস্থানার ব্যবস্থা---কর্মীদের মন রাখতে যথেষ্ট সক্রিয়।
বাংলার মন রাখতে---
* দমদম থেকে ব্যারাকপুর, বারাসাত ও মাঝের হাট পর্যন্ত মেট্রো সম্প্রসারণ করা হবে৷ * কাঁচড়াপাড়ায় নতুন কোচ কারখানা---কর্মসংস্থান বৃদ্ধির দিকে নজর।
* দমদম থেকে ব্যারাকপুর, বারাসাত ও মাঝের হাট পর্যন্ত মেট্রো সম্প্রসারণ করা হবে৷ * কাঁচড়াপাড়ায় নতুন কোচ কারখানা---কর্মসংস্থান বৃদ্ধির দিকে নজর।
* ১২টি সি স্লিপার নন স্টপ ট্রেইন চালু করা হবে। যার মধ্যে কোলকাতা থেকেই চারটি।
এছাড়াও---
* দূরপাল্লার ট্রেনে অন্তত এক জন করে ডাক্তারের সুবিধা।
*তফসিলী, উপজাতি ও খেলোয়াড়দের জন্য বিশেষ সুবিধা।
*তফসিলী, উপজাতি ও খেলোয়াড়দের জন্য বিশেষ সুবিধা।
No comments:
Post a Comment