Thursday, July 9, 2009

বিজ্ঞাপনে হিন্দু দেবীর অপব্যবহার-বিতর্কে স্পেনীয় কোম্পানী......




‘গায়ে আঁশটে গন্ধ-আবার ঢুকতে চাইছ কিনা ঠাকুমার সাধের ঠাকুরঘরে। দেখলে পরে ঠেঙ্গিয়ে বাড়িছাড়া করবে’.....হ্যাঁ! এটাই কোন গৃহস্থ বাড়ির চিরাচরিত দৃশ্য।আর স্পেনের কোম্পানী বার্গার কিং করল কিনা সেই ভুল।তাদের বিজ্ঞাপনে মা লক্ষ্ণীকে কিনা এনে বসালো মাংসের উপর!
ঠ্যাঙ্গানী তো খেতেই হবে। তবে মা-ঠাকুমার নয়, পুরো হিন্দু জাতিরই চক্ষুশূল হয়ে পড়ল তারা।
ইতিমধ্যে অবশ্য ক্ষমা চাওয়ার পালাও শেষ।আবার তার সাথে সংযোজন “আমরা কারও ধর্মে আঘাত লাগুক এমন কিছু করতে চাইনি। সব ধর্মের মানুষই আমাদের ক্রেতা।আমরা কাউকে অপমান করতে চাইনা।”
হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর সুহাগ শুক্লা জানিয়েছেন ইচ্ছাকৃতভাবে ব্যবসায়িক স্বার্থের জন্য কেউ যদি ধর্মে আঘাত দেয় তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হয়।
ব্যবসা বাঁচাতে গিয়ে ইচ্ছাকৃত ভুলটা এখন দেখছি বেশ ফ্যাশন হয়ে গেছে।

No comments:

Post a Comment