

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ওমর আবদুল্লা। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার ফলেই এই সিদ্ধান্ত।আর এই অভিযোগ করেছেন পি ডি পি নেতা ও প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মুজাফ্ফর বেগ।উল্লেখ্য গত বছর শ্রীনগর যৌন কেলেঙ্কারির সাথে তিনি জড়িত বলে তার অভিযোগ।
ওমর আবদুল্লার মতে তিনি নিরাপরাধ।আর যতদিন তা প্রমাণ করতে পারছেননা ততদিন এই পদে থাকবেননা বলে তিনি জানিয়েছেন।
দলীয় মন্ত্রী, বিধায়কদের চমকে দিয়ে আজ বিধানসভায় এই ঘোষনা করেন তিনি। দলীয় বিধায়করা তাকে ইস্তফা দেওয়ার থেকে সাময়িকভাবে বাধা দিলেও তিনি তার সিদ্ধান্তে অনড় থাকেন।উল্লেখ্য মুজাফ্ফর বেগ দাবী জানিয়েছেন এই কেলেঙ্কারিতে যুক্ত সবার তালিকা তার কাছে আছে। আর ঐ তালিকায় ওমর আবদুল্লার নাম ১০২ নম্বরে।
No comments:
Post a Comment