Monday, July 27, 2009

সমুদ্রে ভাসলো ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন......




ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন ‘আই এন এস আরিহান্ত’ গত রবিবার ভাসলো সমুদ্রে। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির উপস্থিতিতে সমুদ্রে ভাসলো ১১২ মিটার দীর্ঘ এই সাবমেরিন।
সরকারের বার্তা, কাউকে চ্যালেঞ্জ জানানো বা যুদ্ধের আগাম প্রস্তুতি এর উদ্দেশ্য নয়।দেশের সুরক্ষার জন্য এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য এরকম প্রকল্প খুবই জরুরী বলে জানান প্রধানমন্ত্রী।
সমুদ্রের গভীর থেকে মিসাইল ছুড়তে পারে এই সাবমেরিনটি। ৬০০০ টোনের এই সাবমেরিনটি ৮৫ মেগাওয়াটের নিউক্লিয়ার রিঅ্যাক্টর বহন করতে পারে।এর গতিবেগ ২২-২৮ কিলোমিটার।এছাড়াও ৯৫ জন ক্রিউ সহ ভাসতে পারে এটি।টর্পেডো এবং ব্যালেস্টিক মিসাইল বহন করারও ক্ষমতাও রাখে এটি।
উল্লেক্ষ্য ৩০,০০০ কোটি টাকার এই প্রোজেক্টটি ১৯৮০ সালের।এছাড়াও মস্কো থেকে দুটি আকুলা ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন ১০ বছরের জন্য লিজ নিতে চলেছে সরকার।
আই এন এস আরিহান্তের সমুদ্রে ভাসার সাথে সাথেই আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং চায়নার সাথে ভারত একাসনে বসে পড়ল। কিন্তু তবুও প্রশ্ন রয়েই যায়।কারণ ভারত এখনও ৭৫০ কিলোমিটার সমুদ্র-স্থল নিউক্লিয়ার মিসাইল পেতে লড়াই করছে। অপরদিকে ৫০০০ কিমি দূরত্ব যেতে পারে এমন মিসাইল চায়নার কাছে আছে।তাই প্রযুক্তির দিক দিয়ে ভারত কত পিছিয়ে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

No comments:

Post a Comment