

মাওবাদীদের আটকাতে ব্যর্থ সরকার-রাজ্যসভাতে এই কথা স্বীকার করে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম৷ সেই সঙ্গে মাওবাদীদের ভারতের সবথেকে বড় হুমকি হিসাবে মেনেও নিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে, মাওবাদীরা এখন তাদের আক্রমণের পদ্ধতি বদল করেছে৷ অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে আসাতে এখন বহু ক্ষেত্রেই পুলিশদের অসুবিধার সন্মুখীন হতে হচ্ছে৷ উল্লেখ্য ঝাড়খন্ড, ছত্রিশগড়, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রে খুবই সচল মাওবাদীরা৷ মাস খানেক আগেই লালগড় মুক্ত করার জন্য বিশাল সুরক্ষা বাহিনী পাঠায় কেন্দ্রীয় বাহিনী৷ পাশাপাশি মাওবাদী সংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার৷
ইতিমধ্যেই মাওবাদীদের ঠেকাতে কেন্দ্রীয় সরকার একটি নতুন পদ্ধতি ভেবেই রেখেছে৷ মাওবাদীদের ঠেকাতে একটি যৌথ মেকানিজমের কথা বলেছেন তারা৷ এই কারণে কেন্দ্র-রাজ্য সম্পর্ক উন্নতিকরণে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার।
No comments:
Post a Comment