Tuesday, July 7, 2009

এটা একটা বাজেট হয়েছে!.....


গতকাল এবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।
প্রণববাবুর দৌলতে কেন্দ্রের টাকায় পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে গড়ে উঠতে চলেছে হস্তচালিত তাঁতের মেগা ক্লাস্টার। এছাড়াও কংগ্রেস শাসিত রাজস্থানে একটি পাওয়ারলুম মেগা ক্লাস্টার গড়ার কথা ঘোষনা করেছেন তিনি। সত্যিই বাংলার সাড়ে ছয় লক্ষ হস্তচালিত তাঁত শিল্পীর কাছে এটি যথেষ্ট খুশির খবর।কিন্তু বিজেপি শাসিত রাজ্য বিহারের হস্তচালিত শিল্পের জন্য বরাদ্দ করা হলনা একটি টাকাও।
প্রশ্ন উঠেছে, হস্তচালিত তাঁত শিল্পের জন্য বিখ্যাত বিহারের ভাগলপুর এবং মানপুর কি দোষ করল?
কংগ্রেস-এন সি পি শাসিত মহারাষ্ট্র কে বিশেষ রাজ্য ঘোষনা করে সেখানে বন্যা প্রতিরোধের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এছড়াও প্রণববাবুর নিজের রাজ্য পশ্চিমবঙ্গের আয়লা দুর্গতদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটিও তাদের জন্য আনন্দের খবর।
কিন্তু কোশী সমস্যা কে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষনা করা হলেও সেখানকার ৩০ লক্ষ দুর্গতদের জন্য কোন বিশেষ প্যাকেজ ঘোষনা করা হয়নি।কেন? প্রশ্ন থেকেই যাবে।
আবার তাঁর নিজের রাজ্যের মুর্শিদাবাদে গড়ে তোলা হবে আলিগড় বিশ্ববিদ্যালয়ের একটি শাখা।
কিন্তু বিহার সরকার আলিগড় বিশ্ববিদ্যালয় কিষাণগঞ্জে গড়ে তোলার প্রস্তাব দিলেও তা ভেবেও দেখেনি কেন্দ্রীয় সরকার।
এই নিয়ে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।তিনি বলে।‘বাজেট দেখে মনে হচ্ছে যে এ রাজ্যের কোন অস্তিত্ব নেই।’
তাহলে শধুমাত্র বিজেপি শাসিত হওয়ায় বিহারের মত রাজ্যগুলি ব্রাত্যই থেকে গেল-প্রশ্ন থাকল ইউ পি এ সরকারের কাছে।

No comments:

Post a Comment