

দেখা দিল যান্ত্রিক ত্রুটি। কিন্তু আয়ূ সম্ভবত কমছেনা চন্দ্রযান-১ এর। ‘স্টার সেন্সর’ নামক ছোট যন্ত্রটি হারিয়ে যাওয়াতেই এই বিপত্তি। কিন্তু চৌখস ছিলেন বিজ্ঞানীরা। তাই ভারতের ‘চন্দ্রায়ন’ প্রকল্পটি এ যাত্রা বেঁচে গেল।
উল্লেখ্য ২০০৮ সালের ১লা অক্টোবর শুভারম্ভ হয়েছিল এই প্রকল্পটির। এটিই ভারতের একমাত্র চন্দ্র প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পটি ভারতকে আমেরিকা, রাশিয়া, জাপান এবং চায়নার সাথে একাসনে বসিয়ে দিয়েছে। আর এই মুহুর্তে দুই বছরের প্রকল্পটির প্রায় ৯০ শতাংশ কাজ সমাপ্ত।
তাই ছোট এই ত্রুটি বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ইসরোর বিজ্ঞানীদের কাছে। ‘স্টার সেন্সর’ কি? কি এই যন্ত্রের কাজ? এই নিয়ে ভিন্নমত প্রকাশ করছেন বিজ্ঞানীরা।
কারও মতে এটি অচল হয়ে পড়লে স্পেসটির আয়ূও কমে যায়। কিন্তু মাধবন নায়ারের মতে স্পেস ক্র্যাফটের আয়ূ ছোট কোন যন্ত্রের উপর নির্ভর করেনা, তাই খুব একটা চিন্তার কারন নেই।
যাই হোক সমস্যা মিটে গেছে। আপাতত ইসরোর বিজ্ঞানীদের চোখ ২০১১ সালের চাঁদে ভারতের পরবর্তী প্রকল্পটির দিকে।
No comments:
Post a Comment