Thursday, July 16, 2009

নিম্নগামী মুদ্রাস্ফীতি চলছেই......




১৯৭৭ সালের পর ২০০৯ সাল। নিম্নগামী মুদ্রাস্ফীতির কবল থেকে মুক্ত হতে পারছেনা ভারতীয় অর্থনীতি।
গত সপ্তাহে কিছুটা উন্নতি হলেও ‘নেগেটিভ’-ই রয়ে গেছে মুদ্রাস্ফীতির হার। এখনও পড়ে রেয়েছে সেই তিমিরেই-১.৫ শতাংশে।
উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম।এবং তার সাথে সাথেই পাল্লা দিয়ে বেড়েছে ন্যাপথা, বিটুমেনের দামও। ফলে জ্বালানী তেলের দাম বৃদ্ধি পেয়ে ৩.১ শতাংশ থেকে হয়েছে ৩৩৮.২ শতাংশ।
কৃষকদের হাতে উৎপাদন করার জন্য যথোপযুক্ত অর্থও নেই। অর্থাৎ বদ্ধ ভারতীয় অর্থনীতি। সবমিলিয়ে না যযৈ না তথৈ অবস্থা।

No comments:

Post a Comment