

২৬/১১ এর মুম্বাই হামলার সাথে তার জড়িত থাকার কোন প্রমাণ নেই। তাই জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ মহঃ সৈয়দকে এখন গ্রেপ্তার করছেনা বলে জানালো পাক মন্ত্রী রেহমান মালিক।
হাফিজ সৈয়দের বিরুদ্ধে তাদের কাছে কোন প্রমাণ নেই বলে এক বেসরকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। তিনি বলেন, “আমরা ভারতের কাছে উপযুক্ত প্রমাণ দাবী করে চলেছি। প্রমাণ পেলে আমরা অবশ্যই উপযুক্ত পদক্ষেপ নেব।কিন্তু শুধুমাত্র বিব্রত করার জন্য আমরা এ দেশের কোন নাগরিককে গ্রেপ্তার করতে পারিনা।”
এছাড়াও মুম্বাই কান্ডে ভারতীয়রাও জড়িত বলে তিনি অভিযোগ করেছেন। আক্রমণকারীরা কিভাবে জলপথে প্রবেশ করেছিল তা সম্পর্কে উপযুক্ত তথ্য ভারত সরকারকে দিতে হবে বলেও তিনি দাবী জানিয়েছেন।
উল্লেখ্য এ মাসের শুরুতে সৈয়দকে ছেড়ে দেওয়ার সুপ্রীম কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানালেও উপযুক্ত প্রমাণের অভাবে তারা তা ফিরিয়ে নেয়।
এছাড়াও বালুচিস্থানের ঘটনায় ভারতের জড়িত থাকা নিয়ে তিনি জানান যে উপযুক্ত সময়ে প্রমাণগুলি তারা ইন্টারন্যাশনাল ফোরামে প্রকাশ করবেন।
No comments:
Post a Comment