

ববি জিন্দালের পর নিক্কি রনধাওয়া হ্যালে। আমেরিকার দক্ষিণ ক্যারোলিনা প্রদেশের গভর্ণর পদের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন নিক্কি। জাতিতে শিখ, ৩৭ বছরের এই ভারতীয় মহিলা নির্বাচনে জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী।
২০১০ সালের নির্বাচনের জন্য রিপাব্লিকান পার্টীর হয়ে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন তিনি।যদি নির্বাচিত হন তাহলে তিনি দ্বিতীয় ভারতীয় হিসাবে আমেরিকার প্রশাসনিক অন্দরমহলে প্রবেশ করবেন। আর তিনিই হবেন আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা গভর্ণর।
উল্লেখ্য অমৃতসরের এই মেয়ে জেতার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী।এবং সে ক্যারোলিনা প্রদেশে নির্বাচনী প্রচার নিয়েই এখন ব্যস্ত।তিনি বলেন, “আমি কোন কাজ অসমাপ্ত রাখতে চাইনা, আমি এই ভোটযুদ্ধে শুধু জেতার জন্যই নেমেছি।”
No comments:
Post a Comment