Wednesday, July 15, 2009

অপরাধ প্রবণতা বাড়ছে তথ্যপ্রযুক্তির বেকারদের......




দুর্বল চাকরীর বাজার। এই সুযোগে বাড়ছে অনলাইন অপরাধের সংখ্যাও। শুধু চাই কম্পিউটারে বিশেষ দক্ষতা। ব্যস! তাহলেই কোম্পানীর নামে লোন তুলতে কোন বাঁধা নেই। আর হচ্ছেও তাই। এক সমীক্ষায় এমনটাই জানিয়েছেন সিসকো সিস্টেমের আধিকারিকরা।
গত এপ্রিল মাসে নিউইয়র্কের ফেডারেল ব্যাঙ্কের এক প্রযুক্তি বিশেষজ্ঞ ভুঁয়ো পরিচয় দিয়ে ব্যাঙ্কের নামে লোন তুলে নেন। এরপর গ্রেপ্তার করা হয় তাকে।
এরপরই সিসকো সিস্টেম সাবধান করে দেন আইটি কোম্পানীগুলিকে। সাময়িক পরামর্শদাতা নিয়োগ করার ব্যাপারেও আই টি কোম্পানীগুলিকে সজাগ হতে বলেছেন তারা।
ধৃত ঐ ব্যাক্তির থেকে জানা যায় যে কোম্পানীর এক স্থায়ী কর্মচারীই তাকে কোম্পনীর অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়েছিল।এছাড়াও অনেকসময় হ্যাকাররাও এই কাজে সাহায্য করে বলে জানা গিয়েছে।
চাকরীর নিরাপত্তা নেই বলে পরিবর্ত রাস্তা খুঁজতে গিয়েই এই অপরাধের সাথে যুক্ত হচ্ছেন হাজার হাজার তরুণ যুবক। আর পথে বসতে হচ্ছে অনেক আই টি কোম্পানীকে।

No comments:

Post a Comment