Saturday, July 11, 2009

শ্রীলঙ্কায় তামিলদের অবস্থা সংকটজনক......




টাইগারদের বিরুদ্ধে যুদ্ধ শেষ৷ আর সেই যুদ্ধের জন্য শ্রীলঙ্কার কয়েক হাজার তামিল ভাষাগোষ্ঠীর মানুষকে আশ্রয় নিতে হয়েছে শরণার্থী শিবিরে।
কিন্তু অবস্থা ভালো নয় শিবিরগুলির৷ প্রতি সপ্তাহে 1,400 মানুষের প্রাণ যাচ্ছে এই শিবিরগুলিতে৷ বেশীরভাগেরই প্রাণ যাচ্ছে জল বাহিত রোগে৷ ডাইরিয়া ঘাতক হয়েছে এই ক্ষেত্রে৷ এক সংবাদপত্রে তামিলদের দুর্দশার খবরটি ছাপবার পর থেকেই টনক নড়েছে শ্রীলঙ্কা সরকারের৷ উল্লেখ্য মানিক ফার্ম ক্যাম্পে এই ঘটনা ঘটেছে৷ ওই সংবাদপত্রে প্রকাশ, ক্যাম্পগুলির এখন এমনই অবস্থা যে, এই গুলি শরণার্থী শিবির আর নেই। এইগুলি কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছে৷ এই শিবিরগুলিতে প্রায় ৩০০,০০০ তামিল শরণার্থী মাথা গুঁজে রয়েছেন৷
এই সংবাদপত্রগুলির দাবি, জাতিগত ভারসাম্য পরিবর্তনের জন্যই নাকি শ্রীলঙ্কার সরকার ক্যাম্পগুলির দিকে নজর দিচ্ছেনা। যদিও সরকার এই ধরণেই অভিযোগ অস্বীকার করেছে৷ রেড ক্রস অবশ্য পুরো বিষয়টি খতিয়ে দেখছে৷ একই সঙ্গে শ্রীলঙ্কার সরকারকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে৷

No comments:

Post a Comment