Monday, July 27, 2009

কার্বন-ডাই-অক্সাইড কে কাজে লাগিয়ে বায়োফুয়েল......





সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন তরল জ্বালানী তৈরির কথা ঘোষনা করল জুল বায়োটেকনোলজিস।
বাতাসের কার্বন-ডাই-অক্সাইড ও সূর্যের আলোকে কাজে লাগিয়ে নতুন এই বায়োফুয়েল তৈরি করছেন তারা।কোন বায়োমাসের সাহায্য ছাড়াই সালোক- সংশ্লেষের মধ্য দিয়ে সরাসরি যে বাণিজ্যিকভাবে কোন রাসায়নিক তৈরি করা যায় তা দেখিয়ে দিলেন তারা।প্রস্তুতকারকদের দাবী নতুন পদ্ধতিতে তৈরি এই বায়োফুয়েলের দামও অনেক কম হবে।এছাড়াও এই প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতে শক্তির প্রাচুর্যতা সহজেই বাড়ানো যাবে বলে তাদের আশা। প্রতিবছর ২০,০০০ গ্যালন জ্বালানী উৎপাদন করার দাবীও তারা জানিয়েছেন। সম্প্রতি এই কোম্পানী নিউ মেক্সিকোতে একটি প্রোটোটাইপ সোলার কনভার্টার নিয়ে পরীক্ষা করতে চলেছে। এবং ২০১০ সালের পরে শিল্পবান্ধব হিসাবে এই প্রকল্পকে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর।

No comments:

Post a Comment