

শিবসেনাকে সাথে নিয়েই মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ময়দানে নামতে চলেছে ভারতীয় জনতা পার্টি, জানালেন দলের রাজ্য সভাপতি নীতিন গাদকারী।
ভোটের পূর্বে রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নব নির্মান সেনার সঙ্গেও যে জোট গড়ার পরিকল্পনা যে ছিল সাংবাদিক সন্মেলনে তাও জানান তিনি।
মহারাষ্ট্র নবনির্মান সেনাকে উৎসাহিত করার জন্য ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে আক্রমন করতেও তিনি ছাড়েননি। এম এন এস কে সমর্থন করে সাধারণ মানুষ অযথা তাদের ভোট নষ্ট করবেননা বলেও তার আশা।
তবে বৈদ্যুতিন ভোটযন্ত্রের ব্যবহার নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন তিনি। তাই তিনি এর পাশাপাশি ব্যালট পেপারের ব্যবহার করার জন্য দাবি জানিয়েছেন।
লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিপর্যয়ের কারণ হিসাবে নরেন্দ্র মোদীর প্রচারের কথাকে উড়িয়ে দিয়েছেন।
No comments:
Post a Comment