

চীন কে ভাগ করতে চাইছে কিছু মুসলিম সংগঠন।সম্প্রতি ঊইগুর মুসলিমদের একাংশ চীনের উত্তর-পশ্চিম অঞ্চলেই এক পৃথক রাষ্ট্রের দাবি করেছেন।
তাই বিব্রত চীন। সাহায্য চাইল পাকিস্থানের মতো দেশগুলির কাছে।সাহায্য নয়, হয়তো প্রতিদান চাইছে পিপলস রিপাব্লিক অব চায়না।
চীনা কমিউনিস্ট পার্টীর সাধারণ সম্পাদক হু জিনতাও ইতালি গিয়েছিলেন জি-৮ সন্মেলনে যোগ দিতে। খবর পেয়ে ফেরত এলেন দেশে। উরুমকির এই ঘটনা জনমানসে যাতে কোন বড় প্রভাব না ফেলে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি প্রশাসনের।
প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিলিয়ে বা মাইক্রোফোনের মাধ্যমে এ সময়ে জনগণকে শান্ত থাকতে বলা হচ্ছে।
কিন্তু এই ঘটনায় জড়িতদের তালিকায় রয়েছে বেশীরভাগই ছাত্র-ছাত্রীরা। এটাই এখন মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে হু-জিনতাওদের।
স্থানীয় মানুষদের সাথে ঊইগুরদের কোন যোগাযোগ আছে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দিহান চীনা সরকার। এ বিষয়ে সাহায্যের জন্য তারা আবেদন করেছে পাকিস্থান ছাড়াও আফগানিস্থান, কাজাকিস্থান, তুর্কি, জার্মানীর মতো দেশগুলির কাছে। ঊইগুরদের মতো জাতি-গোষ্ঠী গুলি যে বিদেশ থেকে সাহায্য পায় তার প্রমাণ আনেকদিন আগেই চীনা সরকারের হাতে এসেছিল। সরকার আশংকা করছে যে ঊইগুরদের সাথে সম্ভবত কাজাখাস্থান, তুর্কীর মতো দেশের যোগাযোগ আছে।
No comments:
Post a Comment