

জি-৮ বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতালি রওনা দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ মঙ্গলবার দুপুরেই তিনি জি-৮ সন্মেলনে যোগ দেবেন৷ চারদিনের এই ইতালি সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।এই নিয়ে পঞ্চমবার জি-৮ বৈঠকে যোগ দেবেন তিনি৷ ২০০৩ সাল থেকেই এই বৈঠকে যোগ দিয়ে আসছেন তিনি৷
জি-৮ বৈঠকের পাশাপাশি তিনি জি-৫ গ্রুপের বৈঠকেও যোগ দেবেন তিনি৷ এই বৈঠকে ভারত ছাড়াও চিন, মেক্সিকো, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা রয়েছে৷
এবারের জি-৮ সন্মেলনের মুখ্য বিষয়---- গ্লোবাল ওয়ারমিং, শক্তি এবং খাদ্য সুরক্ষা, সন্ত্রাসবাদ,জলবায়ু সম্পর্কিত আলোচনা।
এবারের জি-৮ বৈঠকের লক্ষ্য--- ২০৫০ সাল নাগাদ গ্রীণহাউস গ্যাস নির্গমনের মাত্রা অর্ধেকে কমিয়ে আনা।
জি-৮ বৈঠকের স্লোগান--- ‘মাইনাস ফিফটি ইন টু থাউসেন্ড ফিফটি৷
জি-৮ বৈঠকের আহ্বান---এম ই এফ ভুক্ত দেশগুলোর মধ্যেই মোট গ্যাস নির্গমনের মাত্রা প্রায় শতকরা ৮০ ভাগ থেকে কমিয়ে আনতে হবে।
ভারতের বিদেশ সচিব শিব শঙ্কর মেনন জানিয়েছেন, এই বৈঠকে ভারত ডলারের পরিবর্তনের কথা বলবে৷ একই সঙ্গে সারা বিশ্ব জুড়ে চলা আর্থিক মন্দার বিষয় নিয়েও আলোচনা করবে ভারত৷ কি ভাবে এই আর্থিক মন্দাকে ঠেকানো যায় তা নিয়ে একটি পথ খুঁজে বের করতে চাইবে ভারত৷
No comments:
Post a Comment