Wednesday, July 8, 2009

আচরণবিধি মেনে চলতে হবে-আডবানির নির্দেশ......



কড়া না হয়ে উপায় ছিলনা। নির্বাচনের আগে আলপটকা মন্তব্য থেকে নেতাদের সামলানো যায়নি।নির্বাচনে হারবার পর এ বলে আমার দোষ, ও বলে ‘তোমার দোষ’। এসব চলছিলই।দলের নেতা অশীতিপর আডবানি উদ্যোগ নিয়েছেন।কড়া হাতে বেঁধে দিয়েছেন আচরন বিধি।
বিজেপি দলে মুখপাত্রের সংখ্যা বৃদ্ধি হয়েছে বলে আডবানি কটাক্ষ করেছেন-সবাই যেন বলবার জন্য মুখিয়ে আছেন।

বুধবারই দলের অন্যতম নেতা মুক্তার আব্বাস নাকভি সাংবাদিকদের এই বিষয়ে জানান৷এই আচরণ বিধির মধ্যে উল্লেখযোগ্য হল- সংসদে সংযত থাকা, কোন লবির অংশ না হয়ে পড়া বা কোন বাণিজ্যিক বিষয়তে অতিরিক্ত জড়িয়ে না পড়া, ভালো ভাবে না পড়ে কোন কাগজে স্বাক্ষর না করা, ব্যাক্তিগত সচিব নিয়োগ করার আগে তাদের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে নেওয়া৷

আডবাণী এই নতুন ''আচরণ বিধি'' নিয়ে দলের কোন বড় নেতাই এখনও মুখ খোলেন নি৷
আশা করা যায়, আডবানির এই কড়া বিধি-নিষেধ তাদের দলের নেতাদের বাড়তি কথা বলা থেকে বিরত রাখবে।

No comments:

Post a Comment