

ভারতীয় সার কোম্পানী গুলি আগামী তৃতীয় বছরে তাদের খরচের মাত্রা ধার্য্য করেছে প্রায় ৫০ বিলিয়ন। আর তাতেই চাহিদা বেড়েছে প্রাকৃতিক গ্যাসের। এছাড়াও ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম।
ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার প্রধান সতীশ চন্দর জানালেন, প্রতিদিন অতিরিক্ত ২৪ মিলিয়ন কিঊবিক মিটার গ্যাসের প্রয়োজন হয় তাদের। সস্তা এই গ্যাস তারা রিলায়েন্স এবং অন্যান্য দেশীয় কোম্পানী পাওয়ার আশাও করছেন তারা।
খাদ্য উৎপাদন বাড়াতে দরকার অতিরিক্ত সারের যোগান। তাই দিন দিন প্রয়োজনীয় হয়ে উঠছে এই গ্যাস।
সরকার ইতিমধ্যেই রিলায়েন্স ইন্ড্রাস্টিজ কে সার উৎপাদনে গ্যাস সরবরাহ করতে বলেছে। উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্ব উপকূলে ১২টি সার কোম্পানীর সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে রিলায়েন্স।
ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ইতিমধ্যেই সার-মন্ত্রক কে এ নিয়ে এক লিখিত আবেদন জানিয়েছেন।কোর্ট গতবছর জুন মাসে রিলায়েন্স ইন্ড্রাস্টিজের উপর শধুমাত্র তাদের পাওয়ার প্রজেক্ট এ গ্যাস সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারী করেছে। যাতে সার কোম্পানীগুলিকে তারা বেশী পরিমাণে গ্যাস সরবরাহ করতে পারে।
No comments:
Post a Comment