Saturday, July 11, 2009

“বিদেশী খেদাও”-এবার বেলফাস্টে...



“বিদেশীদের জন্য কোন সহানুভূতি নয়-১২ জুলাইএর পূর্বে আমাদের রাণীর দেশ থেকে বেরিয়ে যাও”, এই হুঁশিয়ারি চিঠিটির প্রেরক-উত্তর আয়ারল্যান্ড স্থিত উলস্টার ডিফেন্স অ্যাসোসিয়েশনের যুব সংগঠন। আর গ্রাহক-বেলফেস্টের ইন্ডিয়ান কমিউনিটি সেন্টার, বেলফাস্ট ইসলামিক সেন্টার এবং পোলিশ অ্যাসোসিয়েশন।
কি চায় তারা? তাদের কথায় “উত্তর আয়ারল্যান্ড কে আমরা পরিস্কার রাখতে চাই।এই অঞ্চল শুধু সাদা চামড়ার মানুষদের।”
এর জন্য তারা কি কি করতে পারে? তারাই বলছেন-“ভালোয় ভালোয় দেশ ছাড় না হয় বোমা দিয়ে উড়িয়ে দেব”। তাদের বিল্ডিং ভেঙ্গে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
তবে এটা বিচ্ছিন্ন ঘটনা নয়।তার প্রমাণ মিলেছে উত্তর আয়ারল্যান্ড কাউন্সিল অফ মাইনোরিটিসের এক্সিকিউটভ ডিরেক্টর পাত্রিক ইউ এর কথায়। তিনি বলেন, ‘বেলফাস্ট অঞ্চলে জাতিবিদ্বেষমূলক অপরাধের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে’।
উল্লেখ্য এই বেলফাস্ট অঞ্চলটিতে অনেক ভারতীয়ের বাস।শিল্পপতি-উদ্যোগী থেকে শুরু করে ব্যবসায়ী এবং ভারতের কাউন্সেল জেনারেল দিলজিত রাণার বাসস্থান এই অঞ্চলটি।
আর ইন্ডিয়ান সেন্টারটি গড়ে তোলা হয় ১৯৮১ সালে। এই স্বেচ্ছাসেবী সংগঠনটির লক্ষ্য ভারতীয় শিক্ষা সংস্কৃতিকে আন্তর্জাতিক মহলে তুলে ধরা।এছাড়াও বিভিন্ন সেবামূলক কাজেও নিয়োজিত তারা।আর তাদেরকেই এই হুমকি চিঠি।
কিন্তু আয়ারল্যান্ড সরকার এই হুমকিকে ‘বিদেশীদের নিছক ভয় দেখানো’ বলে পরিস্থিতিকে আয়ত্তে আনতে চাইছে।ইউ এ ব্যাপারে বিদেশী বংশোদ্ভূতদের নিশ্চিন্তে থাকতে বলেছেন।কিন্তু এই জাতিবিদ্বেষ যাতে দিন দিন বেড়ে না ওঠে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে আয়ারল্যান্ড সরকারকে।

No comments:

Post a Comment