
.jpg)
এ দৃশ্য ভুলে যাওয়া যায়না-অন্তত লস এঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে আয়োজিত পপ স্টারের স্মরণ সভায় উপস্তিত সভ্যজনেরা তাই বলবেন।
দৃশ্য এক-- মেয়ে তার বাবাকে আবেগভরে স্মরণ করছে ,বলছে-‘আই লাভ ইউ ড্যাডি’।
দৃশ্য দুই, বড় বড় তারকাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে শুধু আর শুধুই মাইকেলের বন্দনা। চারিদিক থমথমে। সবাই নিশ্চুপ।
গান নয়, একজন মানুষ হিসেবেও মাইকেল জ্যাকসন ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েহিলেন তা প্রমাণ হয়ে গেল এই স্মরণসভায়।
সঙ্গীত ও চলচ্চিত্র তারকা থেকে শুরু করে খেলোয়াড় ও রাজনীতিবিদরা পপ সম্রাটের প্রতি জানালেন তাদের শ্রদ্ধার্ঘ।
উপস্থিত না থেকেও এক বার্তার মধ্য দিয়ে মাইকেলের প্রশংসা করেছেন নেলসন ম্যান্ডেলা৷ তিনি বলেন, মাইকেল ছিলেন সঙ্গীত শিল্পের একজন কিংবদন্তি৷
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাতকারে জ্যাকসন সম্পর্কে বলেছেন, এই প্রজন্মের সবচেয়ে বড় বিনোদনদাতা তিনি, সম্ভবত সর্বযুগের৷
Bildunterschrift: মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এক মন্তব্যে বলেছেন,তিনি ছিলেন স্রষ্টাপ্রদত্ত এক প্রতিভা৷ উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রেসিডেন্ট হিসেবে বিল ক্লিনটনের অভিষেক অনুষ্ঠানে গান গেয়েছিলেন মাইকেল জ্যাকসন৷
মার্কিন সমাজে বর্ণ বৈষম্যের যুগে মাইকেল জ্যাকসন কেবল নিজেই নতুন পথে হাঁটেননি, অন্যদেরও সে পথে হাঁটার মন্ত্রণা যুগিয়েছেন৷
বাস্কেটবল তারকা ম্যাজিক জনসন বলেন, মাইকেল আফ্রিকান আমেরিকানদের জন্য অনেক দরজা খুলে দিয়েছেন৷
নাগরিক অধিকার আন্দোলনের নেতা আল শার্পটোন বলেন, মাইকেল সবার উঁচুতে নিজেকে নিয়ে গিয়েছিলেন৷ যতবারই তাঁকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে ততবারই তিনি উঠে দাঁড়িয়েছেন৷
গায়ক মাইকেল জ্যাকসন ভক্তদের কাছে আজীবন বেঁচে থাকবেন ।
অনাগত ভবিষ্যত স্মরণ করবে মাইকেল যুগকে-যে যুগ নিখাদ বিনোদনদাতা মাইকেল জ্যাকসনকে মনে রাখবে একজন বড় মানুষ হিসাবেও।
দৃশ্য এক-- মেয়ে তার বাবাকে আবেগভরে স্মরণ করছে ,বলছে-‘আই লাভ ইউ ড্যাডি’।
দৃশ্য দুই, বড় বড় তারকাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে শুধু আর শুধুই মাইকেলের বন্দনা। চারিদিক থমথমে। সবাই নিশ্চুপ।
গান নয়, একজন মানুষ হিসেবেও মাইকেল জ্যাকসন ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েহিলেন তা প্রমাণ হয়ে গেল এই স্মরণসভায়।
সঙ্গীত ও চলচ্চিত্র তারকা থেকে শুরু করে খেলোয়াড় ও রাজনীতিবিদরা পপ সম্রাটের প্রতি জানালেন তাদের শ্রদ্ধার্ঘ।
উপস্থিত না থেকেও এক বার্তার মধ্য দিয়ে মাইকেলের প্রশংসা করেছেন নেলসন ম্যান্ডেলা৷ তিনি বলেন, মাইকেল ছিলেন সঙ্গীত শিল্পের একজন কিংবদন্তি৷
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাতকারে জ্যাকসন সম্পর্কে বলেছেন, এই প্রজন্মের সবচেয়ে বড় বিনোদনদাতা তিনি, সম্ভবত সর্বযুগের৷
Bildunterschrift: মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এক মন্তব্যে বলেছেন,তিনি ছিলেন স্রষ্টাপ্রদত্ত এক প্রতিভা৷ উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রেসিডেন্ট হিসেবে বিল ক্লিনটনের অভিষেক অনুষ্ঠানে গান গেয়েছিলেন মাইকেল জ্যাকসন৷
মার্কিন সমাজে বর্ণ বৈষম্যের যুগে মাইকেল জ্যাকসন কেবল নিজেই নতুন পথে হাঁটেননি, অন্যদেরও সে পথে হাঁটার মন্ত্রণা যুগিয়েছেন৷
বাস্কেটবল তারকা ম্যাজিক জনসন বলেন, মাইকেল আফ্রিকান আমেরিকানদের জন্য অনেক দরজা খুলে দিয়েছেন৷
নাগরিক অধিকার আন্দোলনের নেতা আল শার্পটোন বলেন, মাইকেল সবার উঁচুতে নিজেকে নিয়ে গিয়েছিলেন৷ যতবারই তাঁকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে ততবারই তিনি উঠে দাঁড়িয়েছেন৷
গায়ক মাইকেল জ্যাকসন ভক্তদের কাছে আজীবন বেঁচে থাকবেন ।
অনাগত ভবিষ্যত স্মরণ করবে মাইকেল যুগকে-যে যুগ নিখাদ বিনোদনদাতা মাইকেল জ্যাকসনকে মনে রাখবে একজন বড় মানুষ হিসাবেও।
No comments:
Post a Comment