

কিছুদিন আগে ফাঁস হয়েছিল এক সত্যকাহিনী। তদন্তে জানা গিয়েছিল ঝাড়খন্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এর মতো সাতটি নক্সাল প্রভাবিত রাজ্যে তাদের তোলাবাজির পরিমাণ প্রায় ১৫০০ কোটি টাকা। প্রমাণিত হয়েছিল নক্সাল আন্দোলন আর মানুষের আন্দোলন নেই।
এবার পালা মাওবাদীদের। সম্প্রতি ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং জানিয়েছেন যে, মাওবাদীরা বছরে ৩০০ কোটি টাকা আদায় করে স্থানীয় ব্যবসায়ী, ঠিকাদারদের কাছ থেকে।
তবে মূলত তাদের এই অর্থ আসে বিড়ি কারখানার মালিকদের কাছ থেকে।
ছত্রিশগড়ের ৪০,০০০ কিমি এলাকা হয়ে উঠেছে তাদের বিচরন ক্ষেত্র।এখানে অবস্থিত আকরিক লৌহ কারখানার মালিকদের নিয়মিত তাদের জোর-জুলুমের শিকার হতে হয়।
স্বভাবতই প্রশ্ন উঠেছে, তারা কেন পুলিশ কে জানায়নি, কারণ কি?শূধু কি ভয়?না!জানা গেছে তাদের ব্যবসায়িক স্বার্থের জন্যও অনেকসময় চুপ থাকেন তারা।
মাওবাদীদের হাত থেকে সাধারণ মানুষদের বাঁচাতে প্রতিবেশী সব রাজ্যকে যৌথভাবে কাজ করার আবেদন জানিয়েছেন তিনি।এগিয়ে আসার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকেও।
কেন্দ্রীয় সরকার মাওবাদীদের নিষিদ্ধ ঘোষনা করায় স্বভাবতই খুশি তিনি।তিনি এও বলেছেন যে মাওবাদীদের নিয়ে সরকার এবং তাদের মধ্যে কোন মতবিরোধ নেই।
তার আশ্বাস---তিনি জানিয়েছেন যে রাজ্য থেকে পুরোপুরি মাওবাদীদের মুছে দিতে পুলিশ-প্রশাসনকে উপযুক্ত প্রশিক্ষন এবং উন্নত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তার সরকার।
No comments:
Post a Comment