Monday, July 13, 2009

স্বাধীনতার দাবী প্রকট হচ্ছে সৌদি মহিলাদের......




ইতিমধ্যেই স্বীকৃত হয়েছে তাদের খেলার অধিকার। এবার তাদের উপর আরোপিত কড়া আচরণবিধি কমানোর দাবি জানালেন সৌদি আরবের মহিলারা।
মহিলাদের স্বাধীনতা রক্ষার জন্য পথে নেমেছেন নানা স্বেচ্ছাসেবী সংস্থা। যতদিন তাদের অধিকার স্বীকৃত না হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা হুমকি দিয়েছেন। জনৈক স্বেচ্ছাসেবী কর্মী ওয়াজিহা আল হুয়াইদার পুরুষশাসিত সমাজকেই মহিলাদের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে বড় বাধা বলে মনে করছেন।
প্রথমে পিতা তারপর স্বামী এবং স্বামী মারা গেলে ছেলের অনুমতি নিয়েই তাদেরকে সবকিছু করতে হয়। নিজেদের ইচ্ছার কোন মূল্য নেই বলে আফসোস করেছেন জনৈক এক বিধবা মহিলা। তিনি জানালেন যে গরমের ছুটি কাটাতে কোথাও যাবার জন্যও তাকে এই বয়সেও অপেক্ষা করতে হচ্ছে ছেলের অনুমতির।
তাদের অধিকার রক্ষার জন্য সবরকম ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করতে তারা প্রস্তুত।এর জন্য তারা আন্তর্জাতিক সংস্থাগুলির সাহায্যকেও সাদরে আমন্ত্রণ জানিয়েছেন।
রাজা আব্দুল্লা বিন আব্দুল আজিজের কাছেও তারা ইতিমধ্যে আবেদন জানিয়েছেন। বিদ্যালয়ে খেলাধুলার অনুমতি দেওয়ার পর এবার তাদের অধিকার রক্ষার ক্ষেত্রেও রাজাকে পাশে পাবেন বলেই আশা করছেন তারা।

No comments:

Post a Comment