Monday, July 6, 2009

বাইচুঙদের জন্য ফেডারেশনের উপহার......




বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার নিজস্ব মাঠে অনুশীলন করার সুযোগ পেতে চলেছেন বাইচুঙরা।যে পরিকাঠামোয় মেসি,জাভিদের প্রি-সিজন ট্রেনিং হয় ,গোটা ভারতীয় দল সেই পরিকাঠামোয় খেলতে মুখিয়ে আছে।
কোচ বব হাউটনের অনুরোধেই ফেডারেশন বার্সেলোনাকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দিয়েছে।এর জন্য বার্সেলোনাকে অর্থও দিতে রাজি ফেডারেশন।উল্লেখ্য, ভারতীয় দল এখন দুবাইয়ে। সেখান থেকে বাইচুং জানালেন “দলের ফুটবলাররা বার্সেলোনার মাঠে অনুশীলনের জন্য মুখিয়ে আছে।ওদের পরিকাঠামোয় অনুশীলন করতে পারলে দলের প্রত্যেকটি খেলোয়াড় লাভবান হবে।”এছাড়াও দুবাইয়ের পরিকাঠামোর-ও ভূয়সী প্রসংশা করেছেন তিনি।
বব হাউটনের প্রচেষ্টাতে আরও এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে ভারতীয় ফুটবলারদের।কিন্তু টনক আদৌ নড়েছে কি ফেডারেশন কর্তাদের।

No comments:

Post a Comment