Wednesday, July 22, 2009

আনন্দে ভাসছে বাংলাদেশ......











ওয়েস্টইন্ডিজের লজ্জা আর বাংলাদেশের গর্ব। টেস্টে অভিষেকের মাত্র ৯ বছরের মাথায় বিদেশের মাটিতে জয় পেল বাংলাদেশ। আর স্বপ্নের ওয়েস্টইন্ডিজ দলের সদস্য সোবার্স, রিচার্ডসরা শোকে ডুবে গেলেন।
তবে বিদেশে প্রথম হোয়াইট ওয়াশ করানোর দিক দিয়ে বাংলাদেশ পেছনে ফেলে দিয়েছে বাকি টেস্ট খেলিয়ে দেশগুলিকে।
তাই বাংলাদেশে এখন আনন্দের উচ্ছ্বাস। সম্বর্ধনার জোয়ারে ভেসে যাচ্ছে দলের প্রতিটি খেলোয়াড়।ইতিমধ্যে তাদের জন্য ঘোষিত হয়েছে দেড় লক্ষ টাকার বোনাস।
কি বলছেন জয়ী দলের সদস্যরা-
সাকিব আল হাসানঃ বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি বিরাট সাফল্য।নিজের কথা যদি বলি এত কিছু পাব চিন্তাও করিনি।
মহঃআশরাফুলঃ দেশ ছেড়ে আসার সময় চিন্তাও করি নি।সাকিব যা করেছে তার কোন তুলনা হয়না।ব্যাটিং-বোলিং-ক্যাপ্টেন এমনই হওয়া উচিত।
বিদেশে প্রথম টেস্ট সিরিজ জিততে ভারতের লেগেছিল ৭৩ বছর। এমনকি অষ্ট্রেলিয়ার লেগেছিল ১২৩ বছর।
পরিসংখ্যানই বলে দিচ্ছে যে ভবিষ্যতে শক্তিধর ক্রিকেট খেলিয়ে দেশ হিসাবে উঠে আসছে বাংলাদেশ।

No comments:

Post a Comment