Monday, July 13, 2009

আই ডি কার্ডের অপব্যবহার বন্ধ করতে তৎপর নীলকানি...




ন্যাশনাল আই ডি কার্ড প্রকল্পের দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিলেন নন্দন নীলকানি। কেন্দ্রীয় সরকার সমস্ত ভারতীয়দের জন্য যে পরিচয় পত্র চালু করার কথা বিবেচনা করেছে তা কোন ভাবেই যেন নকল করা সম্ভব না হয় তার জন্য আগেভাগে ব্যবস্থা নেওয়ার কথা ভাবনা-চিন্তা করছেন তিনি৷ কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুয়েরাপ্পার সঙ্গে এক একান্ত বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে একথা জানান এই প্রকল্পের প্রধান অধিকর্তা নীলকানি৷ তিনি জানিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের এই ধরনের কার্ড চালু আছে৷ সেই সকল দেশে কি ভাবে কার্ডের ব্যবহার করা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ এমন কি এই তথ্য সংরক্ষন'কে কি ভাবে ১০০ শতাংশ সঠিক ও ত্রুটি মুক্ত করা সম্ভব তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে৷ এর পাশাপাশি কার্ড'কে বহুবিধ ব্যাপারে কি ভাবে ব্যবহার করা সম্ভব তা নিয়ে আলোচনা চলছে৷ সরকার আগেভাগে নিশ্চিত হতে চাইছে যে কোন ভাবে কার্ডের অপব্যবহার রুখতে৷ সেক্ষেত্রে কার্ডের মধ্যে এক বিশেষ ধরনের চিপ ব্যবহার করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে৷ এর পাশাপাশি বায়ো মেট্রিক ফিঙ্গার প্রিন্ট কার্ডের মধ্যে রাখা হবে৷ সেক্ষেত্রে পরিচয় পত্রের নকল করা সম্ভব হবে না বলেন জানান নীলকানি৷

No comments:

Post a Comment