Tuesday, July 28, 2009

লালগড়ে গেলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী......




রাজ্যের নিষেধাজ্ঞা সত্বেও আজ লালগড়ে গেলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় ও শিশির অধিকারী এবং বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়। নিরাপত্তার কারণে রাজ্য সরকার এবারও কেন্দ্রীয় মন্ত্রীদের লালগড় যেতে নিষেধ করেছিল।কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাপে মন্ত্রীদের নিরাপত্তা দিতে শেষপর্যন্ত রাজি হল রাজ্য।
রেলমন্ত্রী মমতা ব্যানার্জীর চিঠির ভিত্তিতেই এ বিষয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়ে রাজ্যের মুখ্যসচিবকে কেন্দ্রীয় মন্ত্রীদের লালগড় সফরে যাওয়ার জন্য উপযুক্ত নিরাপত্তা দেওয়ার পরামর্শ দেন।পরে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, “কেন্দ্রীয় মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে।”
উল্লেখ্য যৌথ অভিযানের শুরুতে রাজ্য সরকার কেন্দ্রের এই দুই মন্ত্রীকে লালগড়ে ঢুকতে দেয়নি।তাঁরা সেই সময় ত্রাণ নিয়ে লালগড়ে ঢুকতে চেয়েছিলেন।এবারও জেলা প্রশাসন তাদের সফর নিয়ে আপত্তি তোলে।নিরাপত্তার দায়িত্ব নিতে রাজি হলেও রাজ্যের স্বরাষ্ট্রসচিব অর্ধেন্দু সেন বলেন, “লালগড় কেন্দ্রীয় মন্ত্রীদের সফরের পক্ষে ঝুঁকিপূর্ণ। আমরা তাঁদের নিরাপত্তার কারণেই চাইছিনা যে তারা লালগড়ে যান।” কেন্দ্রীয় মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্ব যে রাজ্য সরকারের তা তিনি মেনে নিয়েছেন।
দিল্লির চাপেই যে তারা শেষপর্যন্ত তাদের লালগড়ে যেতে দিতে রাজি হয়েছেন সে কথা অবশ্য স্বরাষ্ট্রসচিব স্বীকার করেননি।

No comments:

Post a Comment