

অর্থ আর অস্ত্রতেই নয় এবার শিক্ষার দিক দিয়েও চায়না ও ভারতকে টক্কর দিতে চায় আমেরিকা। একবিংশ শতাব্দীর উপযোগী শিক্ষা ব্যবস্থার প্রচলন করার কথা বলে ওবামা সরকার এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
নতুন শতাব্দী,নতুন প্রযুক্তি-আর তার সাথে খাপ খাওয়াতেই এমন ভাবনা ওবামা প্রশাসনের। আর বার্তা-‘শিক্ষাতেও এগিয়ে যাবে আমেরিকা’।
২০২০ কে সামনে রেখে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছেন তারা। এর জন্য বিদ্যালয়ের গ্রন্থাগার ও ক্লাসরুম গুলিকে ঢেলে সাজানোর জন্য প্রচুর অর্থও বিনিয়োগ করছে সরকার।
মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার কথায় “একবিংশ শতকের এই নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলবার জন্য ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছি। আশা করি চীন ও ভারতের যোগ্য প্রতিযোগী হয়ে উঠতে পারব।”
No comments:
Post a Comment