

২৬/১১ কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন৷ একথা মেনে নিলেন তাজ হামলার একমাত্র জীবিত সন্ত্রাসবাদী আজমল কাসাভ৷ আদালতের মধ্যেই তিনি এই কথা স্বীকার করে নিলেন। বিচারপতির সামনেই তিনি জানান- আমি নিজের অপরাধ স্বীকার করতে চাই।
বিচারপতির সামনেই কাসাভ সমস্ত কথা স্বীকার করেছেন। কারা এই ব্যাপারে জড়িত তাও জানিয়েছেন। হামলার দিনই ক্যামেরাতে কাসাভের চিত্র বহুবার দেখা গিয়েছিল। বহু বার নিজের বয়ান বদলে এবারে নিজের অপরাধ কবুল করলেন পাক নাগরিক আজমল কাসাভ।
কাসাভ অপরাধ স্বীকার করার ফলে পাকিস্থানের ওপর চাপ বাড়ানো যাবে বলে ধারণা ভারতীয় বিদেশ মন্ত্রকের।
No comments:
Post a Comment