

নামিবিয়ার থেকে এবার অসামরিক কাজে ব্যবহারের জন্য ইউরেনিয়াম আমদানি করবে দিল্লি৷ দিল্লি সফররত নামিবিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে৷ এর পাশাপাশি সামরিক, প্রযুক্তিগত, স্বাস্থ্য নিরাপত্তা ক্ষেত্রে একযোগে কাজ করার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে৷ পৃথিবীর যে সকল দেশের প্রচুর পরিমানে ইউরেনিয়াম পাওয়া যায় তার মধ্যে নামিবিয়া অন্যতম৷ গত বছরে ভারত ও আমেরিকা অসামরিক পরমানু চুক্তি সম্পন্ন হওয়ার পর এই ক্ষেত্রে বিদ্যুৎ উত্পাদনের জন্য দরকার প্রচুর ইউরেনিয়ামের৷ নামিবিয়ার সঙ্গে চুক্তির পরে অসামরিক পরমাণু বিদ্যুত উত্পাদনের জন্য প্রয়াস যে কেন্দ্রীয সরকার আরও বৃদ্ধি করবে তা পরিস্কার৷ আমেরিকার সঙ্গে চুক্তি'র পর দিল্লি ইতিমধ্যে রাশিয়া, ফ্রান্স, কাজাকিস্তানের সঙ্গে ইউরেনিয়াম আমদানির চুক্তি করেছে৷ নামিবিয়ার সঙ্গে সদ্য সাক্ষরিত হওয়া চুক্তি'র পর প্রথা অনুসারে আরও একবার এন সি জি'তে পাঠানো হবে অনুমোদনের জন্য৷ তবে এক্ষেত্রে কোন সমস্যা হবে বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷ নামিবিয়ার পক্ষ থেকে শুধু মাত্র যে অসমরিক ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম পাওয়া যাবে তা নয়৷ এর সঙ্গে প্রয়োজনীয় প্রযুক্তিবিদ্ থেকে আধুনিক প্রযুক্তি সরবরাহ করতে রাজি নামিবিয়া সরকার৷ এদিকে মঙ্গলবার দিল্লিতে প্লানিং কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রী আরও একবার পরিস্কার করে দিয়েছেন আগামী দিনে উন্নতির ধারা বজায় রাখতে গেলে কিন্তু নিরবিচ্ছিন ভাবে বিদ্যুত সরবরাহ দরকার৷ স্বাভাবিক ভাবে ইউরেনিয়াম সরবরাহ ধারাবাহিক ভাবে হতে থাকলে যে আগামী দিনে পরমানু বিদ্যুৎ তৈরি'র দিকে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে তা প্রধানমন্ত্রীর মনোভাব থেকে পরিস্কার৷
No comments:
Post a Comment