Saturday, August 22, 2009

মেট্রো সম্প্রসারণ নিয়ে রাজনীতি সিপিএমের-




আজ টালীগঞ্জ-গড়িয়া মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠান।কিন্তু একে স্বাগত না জানিয়ে পরিবর্তে এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেননা রাজ্যের পরিবহন মন্ত্রী রঞ্জিত কুন্ডু।
ঠিক সময়ে আমন্ত্রণপত্র হাতে পাননি বলে তাঁর অভিযোগ। কিন্তু রেলের পক্ষ থেকে ঠিক সময়ে তাঁর কাছে আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং আমন্ত্রিত অতিথিদের সাথে তার ছবিও ছাপা হয়েছিল।
তৃণমূলের অভিযোগ -সিপিএম যে রাজ্যে উন্নতির বিপক্ষে তা তারা বুঝিয়ে দিচ্ছে। স্থানীয় বিধায়ক অরুপ বিশ্বাসের কথায় এরকম একটা আনন্দের বিষয় নিয়েও রাজনীতি করছে সিপিএম। তিনি এও বলেন ‘যারা উন্নতির পক্ষে তাদের সবাই কে আমরা স্বাগত জানাই’।

1 comment:

  1. Rajniti ke korchhe seta bojha gelo na. E Rajyop 33% taka diyechhe somprosaron er jonyo. Othochho rajniti kore rajyer proshason er bohu impotant montri ke upekkha kora hoyechhe... othocho, ei somprosaorn e bortoman railmontri-r obodaan koto tuku? borong uni o onar dol oteet-e er birudhdhe badha diyechhen seta amra sobai jani. Tai Apnader report guli ekpeshe hoye jachchhe eta kheyal rakhun.

    ReplyDelete