Tuesday, July 7, 2009

ইভিএমে কারচুপির অভিযোগ-কি জবাব দেবে নির্বাচন কমিশন......




লোকসভা নির্বাচনে বিপুল জয় পেলেও কংগ্রেস শাসিত ইউ পি এ সরকার ইভিএমে কারচুপির বিষয়টি কি এড়িয়ে যেতে পারবে? সম্প্রতি দিল্লীর মুখ্যসচিব উমেশ সায়গল নির্বাচন কমিশনের কর্তাদের সামনে ইভিএম মেসিন চালিয়ে প্রমান করে দেখিয়েছেন যে এটি সম্পুর্ণ নিরাপদ নয়। কীভাবে এর মাধ্যমে ভোট জালিয়াতি করা যায়, তাও কমিশনকর্তাদের দেখান উমেশ।
ইভিএম কি নিরাপদ?এই প্রশ্ন টি পূর্বে বহুবার উঠেছে ভারতের বাইরে।কিন্তু এবছর লোকভা ভোটে কংগ্রেসের বড় জয়ের পর ভারতের মাটিতে এই প্রশ্ন তুলেছেন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি।যা নিয়ে উত্তাল হয়েছে ভারতের রাজনৈতিক মহল।আর বিজেপির এই অভিযোগ যে অমূলক নয় তা হাতে–নাতে প্রমান করে দিলেন সায়গল।
কিভাবে করা যায় জালিয়াতি----
•জার্মানীর রাজনৈতিক বিঞ্জানী ওয়াইসনারের মতে মোবাইল ফোনের থেকেও এটি কম নিরাপদ।তিনি এক ভিডিও প্রদর্শনীর মাধ্যমে দেখিয়েছিলেন যে ভোটারের অনুপস্তিতিতে এবং নির্বাচন আধিকারিকরা সচেতন না হলে মাত্র পাঁচ মিনিটেই এই মেসিনে জালিয়াতি করা যায়।তিনি এও জানিয়েছিলেন যে ‘ট্রোজ্যান’ এই প্রোগ্রামটি যে কোন একটি মেসিনে ঢোকালেই কোন ভোটার ছাড়াই কিছু ভোট দেওয়া যায়।এছাড়াও এই মেসিনে কোন প্রিন্টের ব্যবস্থা থাকেনা ফলে প্রত্যেকটি ভোটের রেকর্ড রাখা সম্ভব হয়না।
∙সায়গল দেখান যে নির্দিষ্ট একটি কোড নাম্বারের মাধ্যমে যে কোন বুথে নিয়মিত পাঁচ নম্বর ভোটটি একজন প্রার্থীই পাবে।এছাড়াও তিনি বলেন যে সাধারণত সরকার বেসরকারী কোম্পানী গুলির দেখানো শংসাপত্রের উপর বিশ্বাস করে।ট্যাম্পারিং বন্ধ করতে বেসরকারী কোম্পানীগুলির সমস্ত নথিপত্র নির্বাচন কমিশনের কাছে থাকা উচিত বলেও তিনি জানিয়েছেন।তার মতে যদি কোন বুথে একজন প্রার্থীর প্রাপ্ত ভোট ৭৫ শতাংশ বা কোন প্রার্থী ১৫,০০০ এর কম ভোটে জয়ী হয় তবে সেখানে ব্যবহ্রত মেসিনগুলি পরীক্ষা করার দরকার।I
২০০৪ সালে ভেনিজুয়েলায় হুগো সাভেজ নির্বাচনে জেতার পর দেখা যায় যেই কোম্পানী মেসিন সরবরাহ করেছিল তার আংশিক মালিকানা তার দলের হাতে ছিল।
জার্মানির সুপ্রীম কোর্ট ই-ভোটিং কে অসাংবিধানিক বলে ঘোষনা করে।এছাড়াও আমেরিকার সর্বশেষ নির্বাচনেও ব্যালট ব্যবহার করা হয়েছে।
প্রধান বিরোধী দল বিজেপির এই কারচুপির অভিযোগকে আরও দৃঢ় করেছে সায়গল।তাই সংসদীয় গণতন্ত্রে প্রধান বিরোধী দল বিজেপির এই অভিযোগ কি একেবারেই উড়িয়ে দিতে পারবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউ পি এ সরকার!

1 comment:

  1. নতুন তথ্য জানলাম। এই মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানাবেন কি?

    ধন্যবাদ


    aR
    Bangla Blog Tips

    ReplyDelete