Tuesday, July 21, 2009

'আমরা-ওরা' নয়, সকলকে নিয়ে কাজ করব-বললেন মমতা...




২০১১ সালের বিধানসভা ভোটের পূর্বেই আগাম প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী নেত্রী মমতা ব্যানার্জী। আজ শহীদদের স্মরণ উপলক্ষ্যে ব্রিগেডের সমাবেশে তিনি বলেন যে গ্রামীণ এলাকায় ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ সবই পাবে সাধারণ মানুষ।
স্বভাবসিদ্ধ ভঙ্গীতে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “কেউ কোন অন্যায় করবেননা।কথায় কথায় রাস্তা অবরোধ করবেননা।দরকার হলে নিয়ম মেনে আন্দোলন করবেন।” তার কথা শেষ হতে না হতেই হাত তুলে করতালি দিয়ে সমর্থন জানান উপস্থিত সমর্থকরা।
উল্লেক্ষ্য হাওড়া স্টেশন থেকে লঞ্চ ঘাট সর্বত্রই আজ তিল ধারনের জায়গাটুকুও ছিলনা।সমাবেশের জেরে কার্যত ফাঁকা ছিল মহাকরণ। কয়েকটি ইংরাজী মাধ্যমে ছুটিও ঘোষনা করে দেওয়া হয়।
মঞ্চে উপস্থিত ছিলেন মহাশ্বেতা দেবী, নচিকেতার মতো বিদ্বজনেরা। সন্মান জানানো হ্য় নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবিকে।
মঞ্চ থেকে তার বার্তা, “আমরা-ওরা নয়, সকলকে নিয়েই কাজ করব।”

1 comment:

  1. bhalo khabor ta dilen....etai dorkar ekjon rajnitiker theke.....Buddho, Biman, Subhash, Binoy, Laxman der moto uskani mulok katha barta noi, sorasori manush yer kolyane chai, pase chai, dekhte chai development! Pujibad dorkar, puji bad chara bhondo-marxism o chole na seta jene rekho bourgeois-communist dalal ra!

    Jai hind!

    ReplyDelete